Logo

রাজধানী

এবার তেজগাঁওয়ে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের মিছিল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫২

এবার তেজগাঁওয়ে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের মিছিল

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীতে আবারও প্রকাশ্যে মিছিল করেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে হাজারো নেতাকর্মী সড়কে নেমে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’— এমন স্লোগান দিতে দিতে তিব্বত এলাকার দিকে এগিয়ে যায়। এক প্রত্যক্ষদর্শীর দাবি, মিছিলে প্রায় দুই হাজারের মতো মানুষ অংশ নেয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, সকালে জিএমি মোড় থেকে কিছু লোকজন বের হয়েছিল। তখন একজন ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়। দুপুরে আবার নাবিস্কো থেকে আওয়ামী লীগের লোকজন মিছিল বের করেছে। আমরা তাদের ধরার চেষ্টা করছি।

মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগের এক নেতা বলেন, ঘরে বসে থাকলেও শান্তিতে থাকা যাচ্ছে না। মিছিলের নির্দেশ পেতেই আমরা রাস্তায় নেমেছি। এ অবৈধ সরকার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তার প্রতিবাদেই আজকের কর্মসূচি।

ধানমন্ডি এলাকাতেও কয়েকশত আওয়ামী লীগ নেতাকর্মীর বিক্ষোভ মিছিলের খবর পাওয়া গেছে। তবে এ বিষয়ে ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা বলেন, অনেকে ছবি পাঠাচ্ছে। আমরা এখনও নিশ্চিত নই, খোঁজ নিচ্ছি।

এর আগে ৩১ আগস্ট ধানমন্ডি ও এর আগে গুলিস্তানে ঝটিকা মিছিল করেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর দলটির শীর্ষ নেতৃত্ব গ্রেপ্তার বা আত্মগোপনে রয়েছে। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের উদ্যোগ নিয়েছে।

তবু মাঝেমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কর্মীদের আকস্মিক মিছিল দেখা যাচ্ছে। যেখান থেকে পুলিশের ধরপাকড়ও চলছে।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর