রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৯

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৯
-68bbe0876785c.jpg)
ছবি : সংগৃহীত
রাজধানীর তেজগাঁওয়ে ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর তেজগাঁওয়ের রহিম মেটাল মসজিদের সামনে অনুষ্ঠিত হওয়া মিছিলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি।
ডিবি সূত্রে জানা গেছে, হঠাৎ করে সংঘটিত এ ঝটিকা মিছিলে অংশ নিয়ে আটককৃতরা সড়কে জনদুর্ভোগ সৃষ্টি এবং নাশকতার চেষ্টা করছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে ৩১ অগাস্ট রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর রোডে রাপা প্লাজা সংলগ্ন রাস্তা থেকে শংকরের বাংলাদেশ আই হসপিটালের সামনের সড়ক পর্যন্ত মিছিল করতে দেখা যায় তাদের। এরও সপ্তাহখানেক আগে গুলিস্তানের বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা যায়।
এনএমএম/এএ