ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেই সেলিম প্রধান গ্রেপ্তার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৪
-68bbf92e2910f.jpg)
ছবি : সংগৃহীত
রাজধানীর থেকে মাদকসহ আলোচিত সেলিম প্রধানকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আল আমিন হোসাইন।
তিনি জানান, সেলিম প্রধান বারিধারায় একটি সিসা বার পরিচালনা করছিলেন। ভোরে অভিযান চালিয়ে সিসার সরঞ্জাম ও মাদকসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এর আগে ২০১৯ সালের অক্টোবরে বিদেশে পালানোর সময় অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসার মূলহোতা হিসেবে সেলিম প্রধান গ্রেপ্তার হয়েছিলেন। তখন তার দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব গুলশানের অফিস ও বনানীর বাসায় অভিযান চালায়। সেসময় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, বিদেশি মদ, হরিণের চামড়া, পাসপোর্ট, চেক ও অনলাইন গেমিং সার্ভার জব্দ করা হয়। পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান।
পুলিশ জানিয়েছে, নতুন মামলার প্রক্রিয়া চলছে এবং তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
কে এই সেলিম প্রধান?
বিভিন্ন গণমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুসন্ধান বলছে, বিএনপি সরকারের সময় সেলিম প্রধানের উত্থান। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিনের সময় প্রথম তার প্রভাব বিস্তার শুরু হয়।
সেলিম প্রধান একজন ঋণখেলাপি এবং বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচারকারী। তিনি জাপান থেকে অর্থায়ন করে প্রিন্টিং প্রেস করেছেন বলে তার আয়কর বিবরণীতে উল্লেখ আছে। গত দুই বছর ধরে সেলিম প্রধান অনলাইন ক্যাসিনো ব্যবসা করেছিলেন। বিশ্বব্যাপী যে অনলাইন ক্যাসিনো সেটার বাংলাদেশ শাখা চালু করেছিলেন তিনি। অনলাইন ক্যাসিনো সিন্ডিকেট বাংলাদেশের প্রধান হিসেবে নিজেকে পরিচয় দিতেন সেলিম।
অনুসন্ধানে জানা গেছে, মাসে অন্তত ১০০ কোটি টাকা ব্যাংককসহ বিভিন্ন দেশে পাচার করেছেন। শুধু তাই নয়, বাংলাদেশের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার সম্পর্কের ওপর ভর করে অবৈধ এসব ব্যবসা ছাড়াও চাঁদাবাজি করে কোটি কোটি টাকা আয় করেছেন তিনি। তার মধ্যে রাজশাহীসহ উত্তর-পশ্চিমাঞ্চল সীমান্তে ভারতীয় গবাদিপশুর সব খাটাল ও মাদক সিন্ডিকেটগুলো থেকেই তিনি আয় করেছেন প্রায় ২০ কোটি টাকা।
সেলিম প্রধানের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুর্তুজাবাগে। তার বাবার নাম আব্দুল হান্নান ওরফে নান্নু মিয়া। তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার বড়ো সেলিম। গাজীপুরের ছায়াবীথিতে খোয়াব নামক রং মহলে তারেক রহমান গংদের মনোরঞ্জনের জন্য সুন্দরী নারী সাপ্লাই দিতেন সেলিম। উল্লেখ্য, গাজীপুরে আওয়ামী লীগের জনপ্রিয় নেতা আহসান উল্লাহ মাস্টার হত্যার পর উত্তেজিত জনতা আলোচিত খোয়াব নামক রং মহলটি পুড়িয়ে দেয়।
জানা গেছে রাশিয়া, জাপান, থাইল্যান্ড ও বাংলাদেশে একজন করে মোট চার জন স্ত্রী রয়েছে সেলিম প্রধানের। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে গ্রেপ্তারকৃত ক্রিকেট বোর্ড ও মোহামেডান ক্লাবের পরিচালক লোকমান হোসেন ও তার দুই জন ব্যাবসায়িক পার্টনারের মাধ্যমে ওয়ান্ডার্স ক্লাবের সহসভাপতি পদও বাগিয়ে নেন। এই ক্লাবেও সেলিমের বড়ো ক্যাসিনো ব্যবসা।
এনএমএম/এএ