রাজধানীতে ঝটিকা মিছিলের আয়োজক আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:১০

ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সদস্য নাহিদা নূর সুইটি। ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর তেজগাঁওয়ে রহিম মেটাল মসজিদের সামনে জুমার নামাজের পর অনুষ্ঠিত ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সদস্য নাহিদা নূর সুইটিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্র জানায়, নাহিদা নূর সুইটি ঝটিকা মিছিলটির আয়োজক ছিলেন। এ মিছিলে উস্কানিমূলক স্লোগান দেওয়া হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এনএমএম/এমবি