মোহাম্মদপুরে আ.লীগ নেতা শফিকুর রহমান গ্রেপ্তার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৩১ নম্বর ওয়ার্ডের সহসভাপতি শফিকুর রহমান (৬১) গ্রেপ্তার। ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৩১ নম্বর ওয়ার্ডের সহসভাপতি শফিকুর রহমানকে (৬১) গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি দল অভিযান চালায়। পরে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।
সিটিটিসি সূত্রে জানা গেছে, শফিকুর রহমান মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি চাঁদাবাজির মামলার এজাহারনামীয় আসামি। এছাড়া তার বিরুদ্ধে জুলাই গণহত্যার একটি মামলাও রয়েছে।
গ্রেপ্তার সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
এনএমএম/এমবি