Logo

রাজধানী

মিরপুরে ট্রাফিক সার্জেন্টের ওপর হামলা, বাইকারের জরিমানা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪১

মিরপুরে ট্রাফিক সার্জেন্টের ওপর হামলা, বাইকারের জরিমানা

মিরপুর-১০ গোল চত্বর (ফাইল ছবি)

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ট্রাফিক সার্জেন্ট আব্দুল্লাহ আল মামুনের ওপর ধাক্কা দেওয়া ও মারধরের চেষ্টা করার অভিযোগে এক মোটরসাইকেল চালককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫:২০ মিনিটের দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সার্জেন্ট মামুন ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনকালে এই ঘটনা ঘটে।

ট্রাফিক-মিরপুর বিভাগের সূত্রে জানা গেছে, সার্জেন্ট আব্দুল্লাহ আল মামুন একজন হেলমেটবিহীন মোটরসাইকেল চালককে সিগন্যাল দেন। এ সময় চালক মোটরসাইকেল দিয়ে সার্জেন্টকে ধাক্কা দেন। পরবর্তীতে তাকে থামানোর চেষ্টা করলে তিনি রাগান্বিত হয়ে সার্জেন্টের ইউনিফর্ম ধরে মারধরের চেষ্টা চালান। এছাড়া মোবাইল ফোন বের করে ঘটনাটি ভিডিও ধারণের মাধ্যমে জনতার মধ্যে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করেন।

ঘটনাস্থলে উপস্থিত পথচারীরা অভিযুক্ত চালককে আটক করে তার মোটরসাইকেলসহ মিরপুর মডেল থানায় হস্তান্তর করেন। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অধ্যাদেশের আওতায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ট্রাফিক আইন অমান্য করে কর্মকর্তা বা সার্জেন্টকে হেনস্থা করা কোনোভাবেই কাম্য নয়। আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি।

তিনি বলেন, পথচারীদের সক্রিয় অংশগ্রহণ ও তৎপরতার ফলে অভিযুক্তকে দ্রুত শনাক্ত ও আটক করা সম্ভব হয়। এর ফলে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে।

তিনি আরও বলেন, মিরপুর এলাকায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালনার মতো নিয়ম লঙ্ঘন এবং ট্রাফিক সার্জেন্টদের ওপর আক্রমণ বাড়ছে। এই ধরনের ঘটনা আইন প্রণয়ন ও কার্যকরী বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসনের সতর্কবার্তা হিসেবে গণ্য হচ্ছে।

এনএমএম/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর