‘মঞ্চ-৭১’ ষড়যন্ত্রের অভিযোগে সাবেক সচিব আবু আলমসহ গ্রেপ্তার ৬

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬

সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। ছবি : সংগৃহীত
রাজধানীতে ‘মঞ্চ-৭১’ ষড়যন্ত্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজন সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত একটি ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলেন। তদন্তে তাদের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, ‘মঞ্চ-৭১’ ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তারা।
প্রসঙ্গত, আবু আলম মোহাম্মদ শহীদ খান ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেন।
এনএমএম/এমবি/এমএইচএস