সাবেক সচিব শফিকুল ইসলামসহ নিষিদ্ধ আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২
-68bfceb12190f.jpg)
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিবি সূত্র জানায়, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়া আরও সাতজন স্থানীয় নেতাকর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দাবি, তারা সম্প্রতি রাজধানীতে নাশকতার পরিকল্পনা ও গোপন বৈঠকের সঙ্গে জড়িত ছিলেন। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বেশ কিছু নথি ও ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়েছে।
ডিবি কর্মকর্তারা জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডিবি কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এনএমএম/এমবি