পাবনা-১ আসন পুনর্বহালের দাবিতে ইসির সামনে বিক্ষোভ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৪

ছবি : বাংলাদেশের খবর
পাবনা-১ সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ওই আসনের ভোটাররা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে এ মানববন্ধন ও বিক্ষোভ শুরু হয়। এ সময় তারা স্লোগান দেন, ‘ইসির অবৈধ গেজেট মানি না, মানব না’, ‘পাবনার সাঁথিয়া-বেড়া ভাই ভাই, বিভক্তি মানি না’।
বেড়া পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান নয়ন বলেন, আমরা বেড়া উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এখানে এসেছি। আমাদের দাবি, পাবনা-১ সংসদীয় আসনের সীমানা পুনর্বহাল করা হোক।
তিনি বলেন, বেড়া উপজেলা পরিষদ থেকে সাঁথিয়া উপজেলা পরিষদের দূরত্ব মাত্র ৮ কিলোমিটারের কম। অপরদিকে বেড়া উপজেলা পরিষদ থেকে সুজানগর উপজেলা পরিষদের দূরত্ব প্রায় ৩৮-৪০ কিলোমিটার। সুতরাং ভৌগোলিক বাস্তবতায় সাঁথিয়ার সঙ্গেই বেড়ার সংযোগ সবচেয়ে যৌক্তিক।
বেড়া কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সালমান হোসেন বলেন, পাবনা-১ আসনে সাঁথিয়া ও বেড়া (আংশিক) নিয়ে পূর্বের সীমানা পুনর্বহালের দাবিতে আমরা মানববন্ধন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব।
এসআইবি/এমবি