Logo

রাজধানী

পলাশী মোড়ে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের অবস্থান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৩

পলাশী মোড়ে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের অবস্থান

ছবি : বাংলাদেশের খবর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর পলাশী মোড় সংলগ্ন পলাশী বাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে বাজারের সামনে ও পিছনে প্রায় ২০০ থেকে ২৫০ জন মানুষ অবস্থান করছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই ভাগে বিভক্ত এ সমাগমের একাংশ জামায়াত-শিবির সমর্থিত বলে মনে হচ্ছে, অপর অংশ বিএনপি সমর্থিত। দুই পক্ষের মধ্যে দূরত্ব বজায় থাকলেও এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে আছে তারা।

স্থানীয় দোকানপাট আংশিক খোলা থাকলেও ব্যবসায়ীরা আতঙ্কের কারণে স্বাভাবিকভাবে বেচাকেনা করতে পারছেন না। স্থানীয়রা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন।

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডাকসু নির্বাচন ২০২৫ ঢাকার খবর বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর