নোয়াখালী সমিতির নির্বাচন রাজধানীতে উৎসবমুখরভাবে চলছে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৩
-68c53a72544e6.jpg)
রাজধানীতে নোয়াখালী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে চলছে। ঢাকায় বসবাসরত নোয়াখালীবাসী ও সদস্যদের মধ্যে নতুন নেতৃত্ব বাছাইকে কেন্দ্র করে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
শনিবার সকাল ৮টায় মতিঝিলের টিএন্ডটি উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে ভোট গ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। মোট ১৮১৫ জন ভোটার অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। সকাল থেকেই ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে।
এবারের নির্বাচনে দুটি প্রধান প্যানেল অংশ নিয়েছে। বেলাল-দুলাল পরিষদ থেকে সভাপতি পদে এম এ খান বেলাল এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল মাবুদ দুলাল প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ফখরুল-সালাহ উদ্দিন পরিষদ থেকে সভাপতি পদে মো. ফখরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসী ও দেশীয় নোয়াখালী সম্প্রদায়ের মধ্যে দেখা গেছে বিশেষ আগ্রহ। নোয়াখালী সমিতি শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন ও কল্যাণমূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন নেতৃত্ব নির্বাচিত হলে আগামী দুই বছরের জন্য এসব কার্যক্রমের দিকনির্দেশনা দেবে।
এএইচএস/এমএইচএস