Logo

রাজধানী

ঢামেকে একসঙ্গে ৬ সন্তানের জন্ম!

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৮

ঢামেকে একসঙ্গে ৬ সন্তানের জন্ম!

ছবি : বাংলাদেশের খবর

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিয়েছেন মকসুদা আক্তার প্রিয়া নামের এক নারী। এদের মধ্যে ৩ জন ছেলে ও ৩ মেয়ে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে হাসপাতালের গাইনি বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে তিনি ৬ সন্তানের জন্ম দেন। 

এর আগে রোববার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মকসুদাকে তার নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের বাসা থেকে ঢামেকে নিয়ে আসা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করার কয়েক ঘণ্টার মধ্যেই একে একে একে ৬টি সন্তানের জন্ম দেন তিনি।

ঢামেকের নবজাতক বিভাগের মেডিকেল অফিসার ডা. নিলুফার ইয়াসমিন জানান, রোববার সকালে এক মা স্বাভাবিকভাবে ৬ নবজাতকের জন্ম দিয়েছেন। গর্ভধারণের ২৭ সপ্তাহ চলছিল তার। বাচ্চাগুলো অপরিপক্ক ছিল। যাদের ওজন ৬১৫ গ্রাম থেকে ৯০০ গ্রাম পর্যন্ত।

তিনি বলেন, ‘আমাদের এনআইসিইউতে ৩টি বেড খালি থাকায় ৩ নবজাতককে রাখা সম্ভব হয়েছে। তবে ২ নবজাতের অবস্থা আশংকাজনক। এখানে বেড খালি হলে বাইরের হাসপাতালে যে নবজাতকদের নিয়ে রাখা হয়েছে তাদেরও এখানে নিয়ে আসা হবে।’

এদিকে নবজাতকদের জন্মের পর ওজন থাকায় তাদের এনআইসিইউতে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই নবজাতকদের মধ্যে তিনজনকে ঢামেকে রাখা হয়েছে এবং বাকি তিনজনকে নীলক্ষেতের হোম কেয়ারে নেওয়া হয়েছে।

মকসুদার গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামে। তিনি কাতার প্রবাসী মোহাম্মদ হানিফের স্ত্রী। বর্তমানে পরিবার নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় বসবাস করছেন।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর