Logo

রাজধানী

নোয়াখালী জেলা সমিতির নির্বাচনে বেলাল-দুলাল প্যানেলের জয়

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৬

নোয়াখালী জেলা সমিতির নির্বাচনে বেলাল-দুলাল প্যানেলের জয়

ছবি : বাংলাদেশের খবর

ঢাকায় বসবাসরত নোয়াখালীবাসীদের সংগঠন নোয়াখালী জেলা সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২৫-২৭) ফখরুল-সালাহ উদ্দিন পরিষদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বেলাল-দুলাল পরিষদ বিজয়ী হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলের টিএন্ডটি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ১ হাজার ৮১৫ জন ভোটার ভোট প্রদান করেন।

বিজয়ীদের তালিকা 

সভাপতি : এম এ খান বেলাল ৫৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, সাধারণ সম্পাদক : আব্দুল মাবুদ দুলাল ৬০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যুগ্ম সাধারণ সম্পাদক : মো. সেলিম চৌধুরী (প্রথম) ৫৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, মো. হুমায়ুন কবির চৌধুরী (দ্বিতীয়) ৫৪০ ভোট, জিয়াউল কবির সুমন (তৃতীয়) ৫০৫ ভোট।

নির্বাচনে সভাপতি পদে এম এ খান বেলাল এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল মাবুদ দুলাল-এর প্রতিদ্বন্দ্বী ছিলেন যথাক্রমে মো. ফখরুল ইসলাম ও সালাহ উদ্দিন। শেষ পর্যন্ত বেলাল-দুলাল পরিষদ শক্ত অবস্থান ধরে রাখতে সক্ষম হয়।

এদিকে সদ্য নির্বাচিতরা আগামী দুই বছর নোয়াখালী সমিতির শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন এবং কল্যাণমূলক কর্মকাণ্ডে দিকনির্দেশনার দায়িত্ব পালন করবেন।

এএইচএস/এমএইচএস/এএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর