৪৫ শতাংশ পুড়ে যাওয়া রোহান সুস্থ হয়ে বাসায় ফিরলেন

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৭

রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হওয়া শিক্ষার্থী রোহান সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হওয়া শিক্ষার্থী রোহান সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শরীরের প্রায় ৪৫% পুড়ে যাওয়া শিক্ষার্থী রোহান জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রায় ১ মাস ২৪ দিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে আজ বাসায় যাওয়ার ছাড়পত্র পেয়েছে।
বার্ন ইনস্টিটিউটে এখনো ১০ জন শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছেন।
এসআইবি/এমবি