Logo

রাজধানী

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০২

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতা-কর্মীকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ ও মতিঝিল বিভাগের পৃথক টিম এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—

১. রাজশাহীর চারঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা যুবলীগ সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন (৪২)

২. পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মনির (৪৮)

৩. কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা জাহান (৪০)

৪. গাজীপুর টঙ্গী থানা যুবলীগের সহ-সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান টিটু (৫২)।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রোববার রাত ১১টা ৫ মিনিটে হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করা হয়। একই দিন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ধানমন্ডি ওয়্যারলেস সেন্টার এলাকা থেকে মনির ও সালমা জাহানকে গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগের টিম। পরে রাত ১১টা ৪৫ মিনিটে খিলগাঁও চৌধুরীপাড়া এলাকা থেকে টিটুকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছিল এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় সুনির্দিষ্ট মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

এনএমএম/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর