Logo

রাজধানী

ঢামেকে একসঙ্গে জন্ম নেওয়া ৬ নবজাতকের ৪ জনের মৃত্যু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৪

ঢামেকে একসঙ্গে জন্ম নেওয়া ৬ নবজাতকের ৪ জনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত ঢামেক ও একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একে একে চার শিশু মারা যায়।

নিহত চার শিশুর মধ্যে দুই ছেলে নবজাতক ঢামেকের এনআইসিইউতে, আর দুই মেয়ে নবজাতক বেসরকারি হাসপাতালে মারা গেছে। বর্তমানে ঢামেকে একজন ও বেসরকারি হাসপাতালে একজন নবজাতক চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন মা মোকসেদা আক্তার প্রিয়ার ননদ ফারজানা আক্তার। তিনি জানান, জন্মের পরপরই ছয় নবজাতককে ভাগ করে দুই হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক জটিলতার কারণে চারজনকে বাঁচানো যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ‘প্রথমে রোববার সন্ধ্যায় একটি শিশু মারা যায়। পরে একই রাতে ঢামেকে আরও একজন এবং বেসরকারি হাসপাতালে দুই শিশুর মৃত্যু হয়। বাকি দুই নবজাতক এখনো চিকিৎসাধীন।’

গত রোববার সকাল ৯টার দিকে নোয়াখালীর সেনবাগ উপজেলার মোকসেদা আক্তার প্রিয়া (২৩) ঢামেকের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দেন। খবরটি ছড়িয়ে পড়ার পর হাসপাতাল এলাকায় ভিড় জমে যায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ব্যাপক আলোচিত হয়েছে।

ঢামেকের চিকিৎসকরা জানান, একসঙ্গে ছয় সন্তানের জন্ম অত্যন্ত বিরল ঘটনা। সাধারণত এ ধরনের জন্মে নবজাতকরা জন্মগতভাবে দুর্বল থাকে। সময়ের আগেই প্রসব হওয়া, ওজন কম থাকা এবং ফুসফুসসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের জটিলতা থাকায় মৃত্যুঝুঁকি অনেক বেশি থাকে।

নিহত শিশুদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা জানান, এতগুলো সন্তান জন্মের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে। বর্তমানে সবাই কেবল দুজন নবজাতকের বেঁচে থাকার প্রার্থনা করছেন।

এনএমএম/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর