Logo

রাজধানী

সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক শিক্ষার্থীরা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৫

সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক শিক্ষার্থীরা

ছবি : বাংলাদেশের খবর

ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি, প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা সমাধানের জন্য গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান এবং বিএসসি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি রাষ্ট্র কর্তৃক প্রত্যাখ্যানের দাবিতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিকের সামনে থেকে মিছিল নিয়ে সাতরাস্তা মোড়ে গিয়ে অবস্থান নেন। 

এ সময় তারা ডিপ্লোমা প্রকৌশলীদের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে সড়কে স্বাভাবিক যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা সরকারের কাছে তাদের ছয় দফা দাবির দ্রুত বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। 

পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল, পদোন্নতির রায় বাতিল, পদবি পরিবর্তন, সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং বিতর্কিত নিয়োগবিধি সংশোধন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিজ নিজ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং আন্দোলন অব্যাহত রাখবেন।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর