Logo

রাজধানী

কামরাঙ্গীরচরে অটোরিকশা চালক আকরাম হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৭

কামরাঙ্গীরচরে অটোরিকশা চালক আকরাম হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

ছবি : সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশা চালক আকরাম হোসেন হত্যার চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত মো. জীবন (২১) ও মো. আশিক (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর ভোররাতে কামরাঙ্গীরচরের মুন্সিহাটি মুড়ির ফ্যাক্টরির সামনে যাত্রীবেশী ছিনতাইকারীরা আকরামের কাছ থেকে টাকাসহ অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় তাদের বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে আকরামের ঘাড় ও পিঠে আঘাত করা হয়। এর পর গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেদিন সন্ধ্যায় মারা যান তিনি।

ঘটনার পর নিহতের ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের চিহ্নিত করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত একটি সুইচ গিয়ার ও আসামিদের পোশাক উদ্ধার করা হয়।

কামরাঙ্গীরচর থানার ওসি জানান, গ্রেপ্তারকৃত জীবন ও আশিক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর