Logo

রাজধানী

আ.লীগের মিছিলের সময় দায়িত্বে অবহেলা, ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১

আ.লীগের মিছিলের সময় দায়িত্বে অবহেলা, ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ছবি : সংগৃহীত

‘দায়িত্বে অবহেলার’ অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের ৩ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের বরখাস্ত করা হয়েছে বলে নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

বরখাস্তরা হলেন- মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) মেহেদী হাসান, পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম এবং ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান। 

অভিযোগ রয়েছে, বরখাস্ত ওই ৩ পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগের মিছিল-মিটিং চলাকালে খাওয়া ও বিশ্রাম নিয়ে সময় কাটান।

তবে ডিএমপি জানায়, এটি শৃঙ্খলাজনিত বা দায়িত্বে অবহেলার ঘটনা নয়, বরং  ‘প্রশাসনিক কারণে’ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাহার করা হয়েছে।

এনএমএম/এএ/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ বরখাস্ত ডিএমপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর