Logo

রাজধানী

রাজধানীতে জমে থাকা বৃষ্টির পানি বিদ্যুতায়িত, যুবকের মৃত্যু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০

রাজধানীতে জমে থাকা বৃষ্টির পানি বিদ্যুতায়িত, যুবকের মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

রাজধানীর বংশালে রাস্তায় জমে থাকা বিদ্যুতায়িত বৃষ্টির পানিতে পড়ে আমিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে নাজিরা বাজার চৌরাস্তার কাজী আলাউদ্দিন সড়কের জামাই গলিতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আমিন বাইসাইকেলযোগে সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ পানিতে পড়ে তিনি বিদ্যুতায়িত হন। পরে পথচারীরা বাঁশের সহায়তায় তাকে পানি থেকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেন। সোমবার তবে সকাল পৌনে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আমিন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার টেলিসানি গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে। তিনি রাজধানীর হাজারীবাগ বিজিবি ১ নম্বর গেট এলাকায় একটি বেকারিতে কাজ করতেন।

আমিনকে উদ্ধার করা পথচারী জিসান জানান, রাস্তায় বিদ্যুতের খুঁটি থাকায় পানিতে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। বৃষ্টির কারণে সড়কে পানি জমে ছিল, ধারণা করা হচ্ছে সেখান থেকেই বিদ্যুতায়িত হন ওই যুবক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পথচারীরা বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় যুবককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পানিতে মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর