পাবনায় আধুনিক উপশহর বাস্তবায়নে সচিবালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৮
ছবি : বাংলাদেশের খবর
পাবনা আধুনিক উপশহর প্রকল্প বাস্তবায়নের উদ্যোগে নবগঠিত কমিটির পক্ষ থেকে সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার সচিবালয়ের রেলভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রকল্পের প্রধান উদ্যোক্তা ও স্বপ্নদ্রষ্টা মো. ফরহাদ উল্লাহ। কমিটির সভাপতি মাহমুদ হাসান খান সুমন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাকসুদুল হক, সাইফুর রহমান শামীম, অ্যাডভোকেট রানা, সোহেল, মেহেদি রেজা, মাকসুদুল কবির, খোকনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও পাবনার কৃতি সন্তান ফাহিমুল ইসলাম শোভন বৈঠকে প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন। তিনি প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন পাবনার সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ আব্দুল হামিদ এবং দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অব.) শিরিন পারভিন।
বক্তারা বলেন, পাবনা আধুনিক উপশহর প্রকল্প সময়োপযোগী ও উন্নয়নমুখী উদ্যোগ, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারি সহযোগিতা এবং স্থানীয় জনগণের সর্বাত্মক সমর্থনের ওপর তারা গুরুত্ব আরোপ করেন।
সভায় সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম ও সভাপতি মাহমুদ হাসান খান সুমন প্রকল্পের যাবতীয় খুঁটিনাটি বিষয়ে সচিবকে অবহিত করেন। উপশহরের যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য দেন প্রকল্পের উদ্যোক্তা মো. ফরহাদ উল্লাহ।
রেল সচিব ফাহিমুল ইসলাম শোভন বলেন, ‘প্রকল্পটির বাস্তবায়নে সম্ভব সব রকম সহযোগিতা করা হবে। প্রয়োজনে পূর্ত সচিবসহ সংশ্লিষ্টদের সাথেও আলোচনা করা হবে।’
- এএইচএস/এমআই


