তুরাগে নিখোঁজ বৈষম্যবিরোধী নেতা মামুন

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৩:১৫

রাজধানীর তুরাগ এলাকা থেকে নিখোঁজ হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ শাখার যুগ্ম আহ্বায়ক কে এম মামুন। তার সন্ধান না মেলায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবার, সহকর্মী ও সংগঠনের নেতাকর্মীরা।
মামুনের স্ত্রী খাদিজা বেগম সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তিনি জানান, রবিবার রাতে মামুনের মোবাইলে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসে এবং তাকে অপহরণের হুমকি দেওয়া হয়। সোমবার ভোরে বাসা থেকে বের হওয়ার পর থেকে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। বর্তমানে তার ফোনও বন্ধ রয়েছে।
সংগঠনটির তুরাগ শাখার মুখ্য সংগঠক সরদার রিয়াদ বলেন, কে এম মামুন দীর্ঘদিন ধরে ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন এবং তাকে নানা সময়ে হুমকি দেওয়া হয়েছে। তার নিখোঁজ হওয়াকে পূর্বপরিকল্পিত অপহরণ বলে সন্দেহ করা হচ্ছে।
সংগঠনের সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ বলেন, জিডি করার পরও মামুনের অবস্থান শনাক্তে পুলিশের ধীরগতি হতাশাজনক। তিনি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এদিকে, মামুনের নিখোঁজ হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ছাত্র ও মানবাধিকার সংগঠন প্রতিবাদ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। পরিবার ও সহকর্মীরা বলছেন, যদি মামুনকে অপহরণ করা হয়ে থাকে, তবে এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। তারা দ্রুত তাকে উদ্ধার ও প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।
তুরাগ থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, জিডি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ প্রযুক্তিগত সহায়তা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, দ্রুতই আমরা কোনো কূলকিনারা করতে পারব বলে আশা করছি।
কে এম মামুন দীর্ঘদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সংগঠক হিসেবে যুক্ত ছিলেন এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ইস্যুতে সক্রিয় ভূমিকার কারণে পরিচিত হয়ে ওঠেন।
রুমন/এইচকে