Logo

রাজধানী

দুর্গাপূজায় র‌্যাব-৩ এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৬

দুর্গাপূজায় র‌্যাব-৩ এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার

ছবি : বাংলাদেশের খবর

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে রাজধানী ও আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩। 

র‌্যাব জানায়, প্রতিবছরের মতো এবারও দুর্গাপূজা উপলক্ষে দায়িত্বপূর্ণ এলাকায় পূজামণ্ডপ ও সংলগ্ন স্থানে বিশেষ চেকপোস্ট, রোবাস্ট পেট্রোলিং, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পূজামণ্ডপে সিসি ক্যামেরা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ইন-আউট গেইট পর্যবেক্ষণসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব সদস্যরা সক্রিয় ভূমিকা রাখছেন।

র‌্যাব-৩ এর উপ-অধিনায়ক মেজর মো: সাকিব হোসেন বলেন, দুর্গাপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে। এর মধ্যে পূজা শুরুর আগেই সব পূজামণ্ডপে তদারকি কার্যক্রম শুরু হয়েছে। পূজামণ্ডপ ও আশপাশে রোবাস্ট টহল, বিশেষ চেকপোস্ট স্থাপন এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়াও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পূজামণ্ডপে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রতিটি ক্যাম্পে পর্যাপ্ত রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

তিনি বলেন, কেবল মাঠ পর্যায়েই নয়, অনলাইনে গুজব বা উসকানিমূলক তথ্য ছড়ানো প্রতিরোধেও র‌্যাব সার্বক্ষণিক সাইবার মনিটরিং চালাচ্ছে। প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

এদিকে র‌্যাবের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে নাশকতার চেষ্টা করে বা মিথ্যা তথ্য ছড়ায়, তাহলে তাকে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। র‌্যাব আরও জানিয়েছে, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, ঢাকা মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটি ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে তারা। আইন-শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা একযোগে নিরাপত্তা নিশ্চিত করবে।

র‌্যাব-৩ এর উপঅধিনায়ক মেজর সাকিব আরও বলেন, বিগত বছরের মতো এবছরও উৎসবমুখর পরিবেশে সারা দেশব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতেই মাঠপর্যায়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দুর্গাপূজা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর