Logo

রাজধানী

শত কোটি টাকার প্রতারণা ও মাদক কারবার চক্রের মূলহোতা জোসনা গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫১

শত কোটি টাকার প্রতারণা ও মাদক কারবার চক্রের মূলহোতা জোসনা গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

ইতালি পাঠানোর নামে ভুয়া ভিসা দেওয়া, সরকারি গুরুত্বপূর্ণ পদে বসানোর নামে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া এবং মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে প্রতারণা চক্রের মূলহোতা জোসনা খাতুনকে (৩৫) গ্রেপ্তার করেছে সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি বিশেষ টিম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর কাফরুল থানাধীন ইব্রাহিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জোসনা খাতুন নড়াইল জেলার দলজিতপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী মেহেদী হাসান। 

এর আগে চক্রের অন্যতম সক্রিয় সদস্য ফরিদপুর জেলার মিলন মিয়া (৪২) কে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

তদন্তে জানা গেছে, বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিত এ চক্র। প্রতারণার মাধ্যমে ভুয়া ভিসা সরবরাহ করার পাশাপাশি ভুক্তভোগীদের পাসপোর্ট আটকে রেখে নানা হয়রানি করত তারা। ফরিদপুর, নড়াইল, নরসিংদী, কিশোরগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় তাদের নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে। শতাধিক ভুক্তভোগীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি।

জোসনা খাতুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার দায় স্বীকার করেছে। তিনি স্বীকার করেছেন সরকারি গুরুত্বপূর্ণ পদে বসানোর প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ এবং মাদক ব্যবসায়ীদের সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়েও।

বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগ পরিচালনা করছে। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। চক্রের অজ্ঞাত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারর ও পুরো নেটওয়ার্ক উন্মোচনে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলে সিআইডি জানায়।

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মামলা গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর