Logo

রাজধানী

রাজধানীর মন্দির থেকে ৩০ রাউন্ড গুলি চুরি, ওসি প্রত্যাহার ও ৭ পুলিশ বরখাস্ত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৯

রাজধানীর মন্দির থেকে ৩০ রাউন্ড গুলি চুরি, ওসি প্রত্যাহার ও ৭ পুলিশ বরখাস্ত

ছবি : সংগৃহীত

রাজধানীর বাড্ডায় মন্দিরে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ব্যবহৃত ম্যাগাজিন থেকে ৩০ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে।  এ ঘটনায় বাড্ডা থানার ওসিকে প্রত্যাহারসহ ৭ পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরে এ ঘটনায় তীব্র সমালোচনা ও উদ্বেগ তৈরি হলে কর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।

জানা গেছে, দুর্গাপূজার নিরাপত্তায় দায়িত্ব পালন করছিলেন বাড্ডা থানার কয়েকজন পুলিশ সদস্য। দায়িত্বকালীন সময়ে গুলি হারানোর বিষয়টি ধরা পড়ে। পরে অভ্যন্তরীণ তদন্তে গাফিলতির প্রমাণ মেলায় বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে (ওসি) প্রত্যাহার করা হয়। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে ৭ জন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘এ ধরনের ঘটনা অত্যন্ত গুরুতর। প্রাথমিক তদন্তে শৃঙ্খলাভঙ্গ ও দায়িত্বহীনতা স্পষ্ট হওয়ায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে চুরি যাওয়া গুলি উদ্ধারের জন্য গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করছে।’ 

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গুলি হারানোর ঘটনাটি ইচ্ছাকৃত নাকি অবহেলার কারণে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। চুরি যাওয়া গুলিগুলো অপরাধীদের হাতে না যায়, সেদিকেও কঠোর নজর রাখা হচ্ছে।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বরখাস্ত অপরাধ ডিএমপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর