উত্তরায় ‘ছাত্র সমন্বয়ক’ দাবি করে চাঁদাবাজি-সন্ত্রাসীর অভিযোগ, গ্রেপ্তার ৩

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১৯:২৩

ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর উত্তরা এলাকায় দীর্ঘদিন ধরে ‘ছাত্র সমন্বয়ক’ পরিচয় দিয়ে চাঁদাবাজি, ভয়ভীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আসাদুর রহমান আকাশ (২৪) নামে এক যুবককে ২ সহযোগীসহ গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (৩ অক্টোবর) গভীর রাতে উত্তরা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে আকাশ ও তার সহযোগী ফরিদ উদ্দিন (২৬) এবং রবিন (২৫)-কে আটক করে উত্তরা হজ ক্যাম্পস্থ সেনা সদস্যরা।
সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, আসাদুর রহমান আকাশ নিজেকে বিভিন্ন সময় ‘ছাত্র সমন্বয়ক’ পরিচয় দিয়ে উত্তরা অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা করতেন। তার নেতৃত্বে একটি কিশোরগ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, দখলবাজি ও সাধারণ মানুষের ওপর ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপকর্ম চালিয়ে আসছিল।
সূত্র আরও জানায়, সম্প্রতি আকাশের নেতৃত্বে উত্তরায় কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, হুমকি ও ভয়ভীতির অভিযোগ ওঠে। সিসিটিভি ফুটেজে ওই হামলার প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযোগ রয়েছে, আকাশ ও তার চক্র মিথ্যা মামলা ও হয়রানির ভয় দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায় করত। এতে এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে ছিলেন।
বর্তমানে গ্রেপ্তার তিনজনকে উত্তরা হজ ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় সেনাবাহিনী সূত্র।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর বিকেলে উত্তরা ৭ নম্বর সেক্টরের একটি রেস্টুরেন্টে দৈনিক ইত্তেফাক, সকালের সময় ও বিজয় টেলিভিশনের তিন সাংবাদিকের ওপর আকাশের নেতৃত্বে সন্ত্রাসী হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকরা উত্তরা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দেন, যা থানার ওসি মো. আব্দুর রহিম মোল্লা নিশ্চিত করেছেন।
এমএএস/এএ