শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত
কোরআন অবমাননার ঘটনায় নর্থ সাউথের শিক্ষার্থী অপূর্বকে বহিষ্কার
মামলার প্রস্তুতি

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৭:৪৮

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি (সংগৃহীত)
পবিত্র কোরআন অবমাননার ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক সৈয়দ মানসুর হাশিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পবিত্র কোরআন অবমাননার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে পুলিশ অভিযুক্ত শিক্ষার্থী অপূর্ব পালকে গ্রেপ্তার করেছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শনিবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পবিত্র কোরআন অবমাননার ঘটনা প্রত্যক্ষ করেন কিছু শিক্ষার্থী। বিষয়টি দ্রুত বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বিভাগে জানানো হলে তারা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ধৈর্য ও সহনশীলতার পরিচয় দেন এবং সম্প্রীতি, সৌহার্দ্য ও সহাবস্থানের পরিবেশ বজায় রাখেন বলে বিজ্ঞপ্তিতে বলে উল্লেখ করা হয়।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পবিত্র ধর্মগ্রন্থ অবমাননার মতো অপরাধের ক্ষেত্রে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করা হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ রক্ষায় প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে।
অন্যদিকে, গ্রেপ্তারকৃত শিক্ষার্থীকে নিয়ে আইনি তদন্ত কার্যক্রম চলছে এবং তদন্ত শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এনএমএম/এমএইচএস