Logo

রাজধানী

ছাত্রলীগ নেতা সোহেল রানা গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৫:২৯

ছাত্রলীগ নেতা সোহেল রানা গ্রেপ্তার

গ্রেপ্তার সোহেল রানা || ছবি : সংগৃহীত

রাজধানীর বনানী থেকে সোহেল রানা (৩৪) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের থানা শাখার এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ডিসি) তালেবুর রহমান এ তথ্য জানান।  

সোমবার (৫ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ডিসি) তালেবুর রহমান এ তথ্য জানান। 

তিনি জানান, সোহেল রানা সম্প্রতি সরকারবিরোধী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এবং বনানীর বন ভবন এলাকায় অবস্থান করছিলেন। বনানী থানা পুলিশের একটি বিশেষ দল রোববার (৫ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করে। 

তিনি আরও জানান, সোহেল রানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছাত্রলীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর