
গ্রেপ্তার সোহেল রানা || ছবি : সংগৃহীত
রাজধানীর বনানী থেকে সোহেল রানা (৩৪) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের থানা শাখার এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ডিসি) তালেবুর রহমান এ তথ্য জানান।
সোমবার (৫ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ডিসি) তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, সোহেল রানা সম্প্রতি সরকারবিরোধী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এবং বনানীর বন ভবন এলাকায় অবস্থান করছিলেন। বনানী থানা পুলিশের একটি বিশেষ দল রোববার (৫ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, সোহেল রানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এনএমএম/এএ