ফের ডিএমপির গণবিজ্ঞপ্তি জারি, নিষিদ্ধ এলাকায় থামছে না আন্দোলন

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৫:৫৫

ছবি : সংগৃহীত
রাজধানীর স্পর্শকাতর এলাকাগুলোতে একের পর এক গণবিজ্ঞপ্তি জারি করা সত্ত্বেও বিভিন্ন দাবিতে হওয়া আন্দোলন ও মিছিল থামানো সম্ভব হচ্ছে না। জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে আবারও নতুন করে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (৬ অক্টোবর) এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি এ ঘোষণা দেয়।
এতে ডিএমপি জানায়, আগামী মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় ও এর সংলগ্ন এলাকা, পাশাপাশি প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে (হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিং পর্যন্ত) যে কোনো ধরনের সভা, মিছিল, মানববন্ধন, শোভাযাত্রা বা গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ যে কোনো ধরনের অননুমোদিত কর্মসূচি কঠোরভাবে প্রতিহত করবে।
এর আগে গত কয়েক সপ্তাহে রাজধানীতে একাধিকবার অনুরূপ নিষেধাজ্ঞা জারি করা হলেও বিভিন্ন রাজনৈতিক সংগঠনসহ দাবি আদায়ের আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিরা সেই নির্দেশনা উপেক্ষা করেই বিক্ষোভ ও সমাবেশ করে আসছে। ফলে প্রশাসনের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা পরিস্থিতি ঘিরে।
এনএমএম/এএ