Logo

রাজধানী

শহীদ আবরার স্মরণে আট স্তম্ভের উদ্বোধন বিকেলে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১২:০৯

শহীদ আবরার স্মরণে আট স্তম্ভের উদ্বোধন বিকেলে

বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাত বার্ষিকীতে রাজধানীর পলাশী মোড়ে ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’ উদ্বোধন করা হবে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন।

‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’ উদ্বোধন করবেন শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। স্মরণসভা ও উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

আট স্তম্ভের বিষয়গুলো হলো- সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প-কৃষি ও নদী-বন-বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা ও মানবিক মর্যাদা।

আখতার হোসেন বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলায় ছয় বছর আগে ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে শহীদ হয়েছেন আবরার। তাই আমরা এ স্থাপনাটির নাম দিয়েছি ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’।

তিনি আরও বলেন, আটটি স্তম্ভ আটটি বিষয়কে নির্দেশ করবে। এ আটটি বিষয় যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তা হলে আমরা একটি আগ্রাসনমুক্ত বাংলাদেশ গড়তে পারব।

উল্লেখ্য, শহীদ আবরার ফাহাদ ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। থাকতেন বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে। 

২০১৯ সালের ৫ অক্টোবর ভারত-বাংলাদেশ চুক্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরদিন ৬ অক্টোবর রাতেই তাকে হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে ঘণ্টার পর ঘণ্টা পিটিয়ে তাকে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে রাত ৩টার দিকে হলের সিঁড়ি থেকে আবরারের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। 

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বুয়েট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর