Logo

রাজধানী

ডিএমপির ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৬:৪৬

ডিএমপির ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত দুই পৃথক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

আদেশ অনুযায়ী, ডিএমপির সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুঈদ মোহাম্মদ রুবেলকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পূর্ব বিভাগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া গোয়েন্দা মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসাইনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) এবং ট্রাফিক ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আকতারুজ্জামানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্য এক আদেশে সহকারী পুলিশ কমিশনার ফারজানা হককে ট্রাফিক রমনা বিভাগের ধানমন্ডি জোনে এবং সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহেল বাকীকে ট্রাফিক ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনে পদায়ন করা হয়েছে।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডিএমপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর