Logo

রাজধানী

রাজধানীতে বিশৃঙ্খলার পরিকল্পনা, কোটালীপাড়া ছাত্রলীগের ৭ নেতাসহ গ্রেপ্তার ১১

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১১:২৪

রাজধানীতে বিশৃঙ্খলার পরিকল্পনা, কোটালীপাড়া ছাত্রলীগের ৭ নেতাসহ গ্রেপ্তার ১১

ঢাকা মহানগরীতে আইন-শৃঙ্খলা অবনতির উদ্দেশ্যে আগত গোপালগঞ্জ কোটালীপাড়ার ছাত্রলীগের ৭ নেতাসহ মোট ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা রাজধানীতে নাশকতা ও অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা নিয়ে এসেছিলেন। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, যোগাযোগ ডিভাইস ও উস্কানিমূলক প্রচারণার সামগ্রী উদ্ধার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তারা রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে রাজধানীতে প্রবেশ করেছিলেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযুক্তদের আজ আদালতে পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।

এনএমএম/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার ছাত্রলীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর