Logo

রাজধানী

ডিএমপিকে ২০ নতুন পিকআপ হস্তান্তর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ২২:০৬

ডিএমপিকে ২০ নতুন পিকআপ হস্তান্তর

ছবি : সংগৃহীত

রাজধানীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সক্ষমতা বাড়াতে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) ২০টি নতুন ডাবল কেবিন পিকআপ (জিপ) হস্তান্তর করা হয়েছে। ধাপে ধাপে মোট ২০০টি গাড়ি ডিএমপিতে যুক্ত করা হবে বলে জানা গেছে।

বুধবার (৮ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ২০টি গাড়ি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি ডিএমপির কর্মকর্তাদের হাতে গাড়িগুলোর চাবি তুলে দেন।

হস্তান্তর অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাজধানীতে পুলিশের যানবাহনের স্বল্পতা ছিল। প্রধান উপদেষ্টার নির্দেশনায়, অর্থ ও শিল্প উপদেষ্টার সহযোগিতায় মোট ২০০টি গাড়ি সরকারিভাবে ক্রয় করা সম্ভব হয়েছে। পর্যায়ক্রমে এই ২০০টি গাড়ি ডিএমপিকে প্রদান করা হবে। আজ এর প্রথম ধাপে ২০টি পিকআপ হস্তান্তর করা হলো।’

এ সময় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী উপস্থিত থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছ থেকে প্রতীকীভাবে গাড়ির চাবি গ্রহণ করেন।

ডিএমপি জানায়, নতুন এসব ডাবল কেবিন পিকআপ যোগ হওয়ায় রাজধানীতে টহল কার্যক্রম আরো জোরদার হবে এবং অপরাধ দমনে পুলিশের কার্যকারিতা বাড়বে।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডিএমপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর