মালিবাগে শপিং মলের দোকান থেকে ৫০০ ভরি সোনা চুরি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১১:২৬
প্রতীকী ছবি
যাত্রাবাড়ীর ঘটনার পর এবার রাজধানীর মালিবাগে ঘটেছে আরও বড় সোনা চুরির ঘটনা। বুধবার (৯ অক্টোবর) দিবাগত গভীর রাতে মালিবাগের ফরচুন শপিং মলের একটি জুয়েলারি দোকান থেকে প্রায় ৫০০ ভরি সোনা ও নগদ টাকা চুরি করেছে দুর্ধর্ষ একটি চক্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে ‘শম্পা জুয়েলার্স’ নামের দোকানে চুরি ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বোরকা পরা দু’জন ব্যক্তি শাটারের তালা কেটে দোকানে প্রবেশ করে এবং দ্রুত সময়ের মধ্যে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
দোকানের মালিক জানান, দোকানে প্রায় ৪০০ ভরি সাজানো স্বর্ণালংকার, ১০০ ভরি বন্ধকি সোনা এবং প্রায় ৪০ হাজার টাকা নগদ ছিল। চোর সবকিছু নিয়ে গেছে।
তিনি বলেন, প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে মার্কেটের দারোয়ানের ফোনে জানতে পারি দোকানে চুরি হয়েছে। এসে দেখি সব শেষ।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তে অভিযান চলছে বলে জানিয়েছেন রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার।

এর আগে গত রোববার (৫ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীতে একটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার ও পৌনে তিন লাখ টাকা চুরি হয়। ওই ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করেছে।
মালিবাগে নতুন এ ঘটনায় রাজধানীতে ধারাবাহিক সোনা চুরির আতঙ্কে ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এনএমএম/এমএইচএস

