Logo

রাজধানী

ঝটিকা মিছিল

রাজধানীতে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১১:২১

রাজধানীতে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণ ও অর্থায়নের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১২ অক্টোবর) ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বাংলাদেশের খবরকে জানান, সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ করে ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টা চালানো হয়েছে। এসব কর্মকাণ্ডে অংশগ্রহণ ও অর্থায়নের সঙ্গে জড়িত থাকার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উস্কানিমূলক লিফলেট, মোবাইল ফোনসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। তিনি জানান, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর