১৮তম শিক্ষক নিবন্ধন
শাহবাগে সুপারিশ থেকে বাদ পড়া প্রার্থীদের বিক্ষোভ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১২:৪৮
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করেও সুপারিশ থেকে বাদ পড়া প্রার্থীরা বিক্ষোভ শুরু করেছেন।
বঞ্চিত প্রার্থীরা অভিযোগ করেছেন, ৬০ হাজারেরও বেশি শূন্য পদ থাকা সত্ত্বেও তাদের নিয়োগের জন্য সুপারিশ করা হয়নি। সরকারের পক্ষ থেকে সমস্যার সমাধানে বারবার আশ্বাস দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ হয়নি।
আন্দোলনকারীরা দাবি করেছেন, ৩১ ডিসেম্বরের মধ্যে শূন্য পদগুলোতে তাদের নিয়োগ দেওয়া হোক। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী। এর মধ্যে ৫৭ হাজার ২১৩ জন উত্তীর্ণ হন। তাদের মধ্যে ৪১ হাজার প্রার্থীর সুপারিশ করা হলেও বাকি ১৬ হাজার ২১৩ জন বাদ পড়েছেন।
এনএমএম/এমবি

