Logo

রাজধানী

আন্দোলনরত শিক্ষকদের ওপর জলকামান, লাঠিচার্জ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৪:৪৫

আন্দোলনরত শিক্ষকদের ওপর জলকামান, লাঠিচার্জ

২০ শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের ওপর জলকামান ও লাঠিচার্জ করেছে পুলিশ।

রোববার (১২ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন শিক্ষকরা। এ সময় পুলিশ তাদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে লাঠিচার্জে শিক্ষকরা ছত্রভঙ্গ হলেও পুনরায় রাস্তায় ফিরে এসে ‘জাতীয়করণ ও বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে’ স্লোগান দিতে থাকেন।

দুপুর সোয়া ২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ শিক্ষকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল।

এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সরে শহীদ মিনারে অবস্থান নেওয়ার ঘোষণা দেন জাতীয়করণ প্রত্যাশী শিক্ষক জোটের একাংশের নেতারা। তারা মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে যাত্রা করেন। 

তবে অপর একটি পক্ষ প্রেস ক্লাবের সামনেই অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে সচিবালয় অভিমুখে লংমার্চের ডাক দেন। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী শিক্ষক জোট সম্প্রতি ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকায় টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে।

এনএমএম/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাব এমপিও নন-এমপিও

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর