শহীদ মিনারে অবস্থান নিলেন শিক্ষকরা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৫:০৮

ছবি : সংগৃহীত
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে অবস্থানরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরে পুলিশের বাধার মুখে শিক্ষকরা প্রেস ক্লাব থেকে সরে গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন।
রোববার (১২ অক্টোবর) দুপুরে শহীদ মিনারে পৌঁছানোর পর শিক্ষকরা এখান থেকেই লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘জনদুর্ভোগ এড়াতে আমরা প্রেস ক্লাব থেকে শহীদ মিনারে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন এখানেই চলবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের শীর্ষ নেতারা ইতোমধ্যে শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। যারা এখনো প্রেস ক্লাবে আছেন, তাদের মিছিলসহ এখানে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। আলোচনার মাধ্যমে এবং ঐক্যের শক্তিতে আমাদের দাবি আদায় করব।’
অধ্যক্ষ আজিজী স্পষ্টভাবে জানান, ‘জাতীয়করণের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা শহীদ মিনার ছাড়ব না, ঢাকার রাজপথও ছাড়ব না। বিজয়ী বেশে শ্রেণিকক্ষে ফিরব।’
প্রেস ক্লাব এলাকা থেকে শিক্ষক নেতাদের সরাতে গিয়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন। যদিও অনেকে পালিয়ে গেলেও কয়েকজন প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী শিক্ষক জোট কয়েক দিন ধরে রাজধানীতে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছে। তারা বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধি এবং শিক্ষা জাতীয়করণের দাবিতে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে।
এনএমএম