Logo

রাজধানী

রাজধানীতে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৩:১৭

রাজধানীতে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের মধ্যে একজন ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্বে ছিলেন।

সোমবার (১৩ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে তাদের শনাক্ত করা হয়। তারা নিষিদ্ধ সংগঠনের ব্যানারে গোপন সভা, রাজনৈতিক কার্যক্রম ও অর্থ সংগ্রহের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ডিএমপি মুখপাত্র বলেন, যে কেউ নিষিদ্ধ ঘোষিত বা অবৈধ রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ নথি, অর্থ লেনদেনের তথ্য এবং যোগাযোগের ডেটা উদ্ধার করা হয়েছে। বিষয়গুলো যাচাই-বাছাই চলছে।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর