নিউমার্কেট সিটি কমপ্লেক্সে চুরি, টাকাসহ গ্রেপ্তার ১

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৪:০৬

রাজধানীর নিউমার্কেট সিটি কমপ্লেক্সে সংঘটিত চুরির ঘটনায় চোরাই টাকা ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ মো. আলিম হাওলাদার (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর নিউমার্কেট সিটি কমপ্লেক্সে সংঘটিত চুরির ঘটনায় চোরাই টাকা ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ মো. আলিম হাওলাদার (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিউমার্কেট থানা সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর রাতে নিউমার্কেট সিটি কমপ্লেক্সের (বিশ্বাস বিল্ডার্স) চতুর্থ ও নিচ তলার কয়েকটি দোকানের তালা ভেঙে অজ্ঞাতনামা চোরেরা প্রায় ২০ লাখ ৯৯ হাজার ৪৫২ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিক মো. মানিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
এ মামলার তদন্তে নেমে নিউমার্কেট থানা পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে।
তদন্তের ধারাবাহিকতায় পুলিশ ১০ অক্টোবর ভোর সাড়ে ৪টার দিকে বরগুনা জেলার বামনা থানার পূর্ব বলায় বুনিয়া গ্রাম থেকে স্থানীয় থানা পুলিশের সহায়তায় আলিম হাওলাদারকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আলিমের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাইকৃত টাকার মধ্যে ১ লাখ ৪০ হাজার টাকা এবং চুরির কাজে ব্যবহৃত একটি কাটা শাবল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলিম হাওলাদার চুরির ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আমরা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করেছি। অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তদন্ত চলছে, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এনএমএম/এমবি