Logo

রাজধানী

রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সচিবালয়ের সামনে ‘জুলাই যোদ্ধা’দের বিক্ষোভ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৫:০৯

রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সচিবালয়ের সামনে ‘জুলাই যোদ্ধা’দের বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

রাজধানীর সচিবালয়ের সামনে ‘আমরা জুলাই যোদ্ধা’ নামের সংগঠনটি তাদের বিভিন্ন দাবি আদায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের একাধিকবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়।

সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবসংলগ্ন সড়কে বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অবস্থান নেয় সংগঠনটির নেতা-কর্মীরা। তারা জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, অবিলম্বে সনদ বাস্তবায়ন এবং ১৯৭১ সালের জুলাই মাসে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারসহ কয়েকটি দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

তবে আন্দোলনকারীরা সচিবালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়, এতে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা ধাক্কাধাক্কি ও উত্তেজনার ঘটনা ঘটে।

‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম ইমন সাংবাদিকদের বলেন, সরকারকে আমরা বারবার সময় দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত আমাদের দাবি মানা হয়নি। তাই বাধ্য হয়েই আবারও রাজপথে নেমেছি।

তিনি আরও অভিযোগ করেন, আমাদের কর্মীদের বিভিন্নভাবে পুলিশ হয়রানি করছে। এখন পর্যন্ত রাষ্ট্রীয় স্বীকৃতির কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বরং নানাভাবে জুলাইকে হেয় করার প্রবণতা দেখা যাচ্ছে। আমরা আমাদের দাবি উল্লেখ করে স্মারকলিপি জমা দিয়েছি, কিন্তু দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আন্দোলনকারীরা অনুমতি ছাড়া সচিবালয়ের সামনে অবস্থান নিতে চাওয়ায় তাদের বাধা দেওয়া হয়, যাতে জনভোগান্তি না হয় এবং নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক থাকে।

বিক্ষোভ চলার কারণে সচিবালয়ের আশপাশের সড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এনএমএম/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান সচিবালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর