Logo

রাজধানী

মিরপুরে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৬, দগ্ধ ১০

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৫:৩৬

আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১৯:২৯

মিরপুরে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৬, দগ্ধ ১০

ছবি : বাংলাদেশের খবর

রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামে একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত ও ১০ জন দগ্ধ হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে প্রথম আগুনের সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে যোগ দেয় ১২টি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বাংলাদেশের খবরকে বলেন, ‘এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।’

তিনি বলেন,  ‘সকল লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশগুলো সব গার্মেন্টস ভবন থেকে পাওয়া গেছে। ক্যামিকেল গুদামে আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।’

এর আগে তালহা বিন জসীম জানান, সকাল ১১টা ৪০ মিনিটে রূপনগরের শিয়ালবাড়ি এলাকার ‘কসমিক ফার্মা’ নামের একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুনের খবর পাওয়া যায়। খবর পেয়ে ১১টা ৫৬ মিনিটে প্রথম ফায়ার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রাথমিকভাবে ৫টি ইউনিট কাজ শুরু করলেও পরে আরও ৬টি ইউনিট যোগ দেয়।

তিনি বলেন, ‘আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে আমাদের ১২টি ইউনিট কাজ করছে।’

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে এ পর্যন্ত দুজন দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে মো. সুরুজ (৩০) দগ্ধ হয়েছেন ২ শতাংশ এবং মো. মামুন (৩৫) শ্বাসকষ্টজনিত সমস্যায় চিকিৎসাধীন।

এদিকে ঘটনাস্থলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আগুনের লেলিহান শিখা দূর থেকে দেখা যাচ্ছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর টঙ্গীতে ফেমাস কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের তিন কর্মকর্তা ও এক দোকানকর্মীর মৃত্যু হয়। 

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড ব্রেকিং নিউজ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর