বিভিন্ন দাবি আদায়ে সচিবালয় অভিমুখে শিক্ষকদের ‘লংমার্চ’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৬:৩৪

ছবি : বাংলাদেশের খবর
তিন দফা দাবি আদায়ে সচিবালয় অভিমুখে লংমার্চ করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষকরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় এই লং মার্চ।
প্রতিবেদন লেখার সময় পর্যন্ত লংমার্চটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর অতিক্রম করেছে। হাতে ব্যানার-ফেস্টুন ও দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে হাজারো শিক্ষক এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। তারা দাবি জানাচ্ছেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষক সমাজের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার যেন দ্রুত পদক্ষেপ নেয়।
অন্যদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্যও সতর্ক অবস্থান নিয়েছে। রাজধানীর শিক্ষা ভবন মোড় থেকে সচিবালয়ের ১ নম্বর গেট পর্যন্ত একাধিক ধাপে মোতায়েন রয়েছে পুলিশ সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
শিক্ষক নেতারা জানিয়েছেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দিয়ে দাবি বাস্তবায়নের আশ্বাস দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। তারা বলেন, ‘আমরা শিক্ষা ও শিক্ষকতার মর্যাদা রক্ষার লড়াই করছি—এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়।’
লংমার্চ শেষে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিতে পারেন নেতারা।
এদিকে চলমান এ কর্মসূচি ঘিরে শহীদ মিনার থেকে সচিবালয় এলাকায় যান চলাচলে কিছুটা ধীরগতি দেখা গেছে।
এএইচএস/এএ