এমপিওভুক্ত শিক্ষকদের লংমার্চে পুলিশের বাধা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৮:০২

ছবি : বাংলাদেশের খবর
তিন দফা দাবিতে সচিবালয় অভিমুখে লংমার্চে নামা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের হাইকোর্ট মোড়ে বাধা দিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মিছিলটি সেখানে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের অগ্রযাত্রা থামিয়ে দেয়।
এর আগে মঙ্গলবার বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লংমার্চ শুরু করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ-প্রত্যাশী জোটের শিক্ষক-কর্মচারীরা।
জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘প্রশাসনকে বিকেল চারটা পর্যন্ত প্রজ্ঞাপন জারির সময়সীমা দেওয়া হয়েছিল। তা না হওয়ায় তারা লংমার্চ কর্মসূচি শুরু করেন।’
হাইকোর্ট মোড়ে পুলিশের ২ স্তরের ব্যারিকেড, ২টি জলকামান ও সাঁজোয়া যান মোতায়েন রয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এনএমএম/এএ