Logo

রাজধানী

মিরপুরের অগ্নিকাণ্ড স্থল থেকে আলামত সংগ্রহ করছে সিআইডি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৯:৪৪

মিরপুরের অগ্নিকাণ্ড স্থল থেকে আলামত সংগ্রহ করছে সিআইডি

ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের জন্য ক্রাইম সিন ইউনিট ও কেমিক্যাল ল্যাবের বিশেষজ্ঞরা ইতোমধ্যে ঘটনাস্থলেও পৌঁছেছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, এ মুহূর্তে বিশেষজ্ঞরা পোশাক কারখানা এবং কেমিক্যাল গোডাউনের ভেতরে থাকা বিভিন্ন উপাদান পরীক্ষা করছেন। এতে আগুন লাগার কারণ এবং দুর্ঘটনার সূত্রপাত নির্ধারণে সহায়তা মিলবে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৪ অক্টোবর) মিরপুর শিয়ালবাড়ির রূপনগর এলাকায় কসমিক ফার্মা নামে একটি কেমিক্যাল গোডাউন ও পাশের পোশাক কারখানায় আগুন লাগে। এতে ৯ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৮ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিআইডি সতর্ক করেছেন, কেমিক্যাল গোডাউনের আশেপাশে এখনো বিস্ফোরণের ঝুঁকি রয়েছে। তাই আইনশৃঙ্খলা বাহিনী এবং সাংবাদিকসহ সাধারণ মানুষদের ৩০০ গজ দূরত্বে থাকার জন্য বলা হয়েছে।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর