Logo

রাজধানী

পুলিশের বেরিকেড ভেঙে ‘শাহবাগ ব্লকেড’ করেছেন শিক্ষকরা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৪:০২

পুলিশের বেরিকেড ভেঙে ‘শাহবাগ ব্লকেড’ করেছেন শিক্ষকরা

ছবি : বাংলাদেশের খবর

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতাসহ তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে রওনা হয়েছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। বুধবার (১৫ অক্টোবর) দুপুর পোনে ২টার দিকে তারা ব্যানার–ফেস্টুন হাতে স্লোগান দিতে দিতে শাহবাগমুখী পদযাত্রা শুরু করেন।

শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেডে মুখে পড়েন শিক্ষকরা শিক্ষকরা। পরে দুপুর ২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা শাহবাগে অবস্থান নিয়ে ‘ব্লকেড’ কর্মসূচি শুরু করেন। 

দাবিগুলোর মধ্যে রয়েছে— মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা প্রদান, মাসিক ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা। শিক্ষকরা বলছেন, সরকারি শিক্ষকদের মতো একই যোগ্যতা ও দায়িত্ব পালন করেও তারা ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত।

এর আগে সকালে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে শিক্ষকরা শহীদ মিনারে জড়ো হন। দুপুর নাগাদ পুরো প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে স্লোগানে। তাদের হাতে লেখা প্ল্যাকার্ডে দেখা যায়— ‘বেতন বৈষম্য দূর করো’, ‘শিক্ষকের মর্যাদা রক্ষা করো’, ‘ন্যায্য দাবি বাস্তবায়ন করো’। 

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, সরকারের পক্ষ থেকে দুপুরের মধ্যে প্রজ্ঞাপন জারি না হওয়ায় তারা শাহবাগ ব্লকেড কর্মসূচি বাস্তবায়ন করছেন। তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছি। সরকার যদি তা অবহেলা করে, তাহলে শিক্ষক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।’ 

শিক্ষক নেতারা জানান, সরকার দ্রুত প্রজ্ঞাপন জারি না করলে তারা যমুনা অভিমুখে পদযাত্রা ও আমরণ অনশনসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

এদিকে আন্দোলনের কারণে শাহবাগমুখী সড়কে যানজটের আশঙ্কা তৈরি হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।

এসআইবি/এমএসএস/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকার খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর