Logo

রাজধানী

রূপনগর কেমিক্যাল গোডাউনের উদ্ধার অভিযানে যোগ দিল ডিএমপি’র বিশেষায়িত টিম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৭:২৪

রূপনগর কেমিক্যাল গোডাউনের উদ্ধার অভিযানে যোগ দিল ডিএমপি’র বিশেষায়িত টিম

ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের পর উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষায়িত টিম।

ঘটনাস্থলে এখনও ধোঁয়া ও বিষাক্ত গ্যাস ছড়িয়ে থাকায় অভিযান পরিচালনায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার কার্যক্রমে সহায়তা করতে বোমা নিষ্ক্রিয়করণ ও ক্রাইম সিন ইউনিটও মাঠে কাজ করছে।

ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। 

এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছে কিনা তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত রয়েছে।

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডিএমপি অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর