Logo

রাজধানী

আলোচিত ৫০০ ভরি স্বর্ণ চুরির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৮:৪৬

আলোচিত ৫০০ ভরি স্বর্ণ চুরির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪

রাজধানীর ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে চোরচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই স্বর্ণ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঘটনাটির বিস্তারিত জানানো হবে।

ডিএমপি মিডিয়া উইং জানায়, গ্রেপ্তার চারজনই সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। উদ্ধার হওয়া স্বর্ণালংকারগুলো শম্পা জুয়েলার্সের বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।

ডিবি’র অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে চুরির কৌশল, অভিযানের বিবরণ এবং উদ্ধার হওয়া স্বর্ণের পরিমাণ জানাবেন বলে জানিয়েছে সূত্রটি।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর রাতে মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণ চুরি হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বোরকা পরা দুজন তালা কেটে দোকানে প্রবেশ করে স্বর্ণালংকার নিয়ে যায়।

এর আগে ৫ অক্টোবর রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে লিলি জুয়েলার্স থেকেও ১২৫ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটে। পরপর দুটি বড় চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে।

দীর্ঘ তদন্ত ও অভিযান শেষে চোরচক্রের সদস্যদের গ্রেপ্তার ও স্বর্ণ উদ্ধারের মধ্য দিয়ে অবশেষে সেই উদ্বেগের অবসান ঘটেছে।

এনএমএম/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকার খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর