Logo

রাজধানী

ছুটির দিনেও ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১২:১৬

ছুটির দিনেও ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর

ফাইল ছবি (সংগৃহীত)

আজ শুক্রবার (১৭ অক্টোবর) ছুটির দিনের সকালেও রাজধানীর বায়ুমান অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল ৮টার দিকে ঢাকার গড় বায়ুমান সূচক (AQI) ১৭৪। এই মানকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

বৈশ্বিক অবস্থার তুলনায়, ঢাকার বায়ুদূষণ বিশ্বের ১২৭টি শহরের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে। শহরের সাত এলাকায় দূষণের মাত্রা তুলনামূলকভাবে বেশি। এসব এলাকা হলো— মিরপুরের ইস্টার্ন হাউজিং, গোড়ান, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, মাদানী অ্যাভিনিউয়ের বেজ এইজ ওয়াটার, কল্যাণপুর, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল ও তেজগাঁওয়ের শান্তা ফোরাম।

বায়ুদূষণের শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর (স্কোর ৩০৪) এবং ভারতের দিল্লি (স্কোর ২১৫)।

আইকিউএয়ার জানিয়েছে, ছুটির দিনে সাধারণত যানবাহন কম চলে এবং অধিকাংশ কলকারখানাও বন্ধ থাকে, যা ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস। তারপরও দূষণ কমেনি। চলতি মাসের শুরু থেকে রাজধানীতে বৃষ্টি হলেও দূষণের মাত্রা নিয়ন্ত্রণে আসেনি। অক্টোবর মাস থেকে সাধারণত দূষণের মাত্রা বৃদ্ধি পায়।

নগরবাসীর জন্য আইকিউএয়ার কিছু পরামর্শ দিয়েছে— ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, জানালা বন্ধ রাখতে হবে, এবং বাইরে ব্যায়াম বা অন্যান্য শারীরিক কাজ যতটা সম্ভব এড়াতে হবে। বিশেষ করে যেসব এলাকায় বায়ুর মান অস্বাস্থ্যকর, সেসব এলাকায় বাড়ির বাইরে গেলে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।

নাগরিকদের সচেতন হওয়ার পাশাপাশি, দূষণ কমানোর জন্য যানবাহন ও শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ন্ত্রণসহ দীর্ঘমেয়াদি ব্যবস্থা গ্রহণের প্রয়োজন আছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বায়ুদূষণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর