Logo

রাজধানী

ডিএমপির ৪ কর্মকর্তার রদবদল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১৮:২০

ডিএমপির ৪ কর্মকর্তার রদবদল

ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। নতুন পদায়নের মাধ্যমে রাজধানীর ৪টি বিভাগে প্রশাসনিক পুনর্বিন্যাস সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদলের নির্দেশ দেওয়া হয়। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে বলে ডিএমপি সূত্র জানায়।

নতুন পদায়নপ্রাপ্ত কর্মকর্তারা, রদবদল হওয়া কর্মকর্তাদের মধ্যে ফারজানা হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি), তাকে ডিএমপির প্রটেকশন বিভাগে পদায়ন করা হয়েছে। নুরজাহান লাবনী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিওএম), তাকে পিওএম-পশ্চিম বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। 

এছাড়া মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, তাকে মিরপুর বিভাগের পল্লবী জোনে নতুন দায়িত্বে পাঠানো হয়েছে। আব্দুল্লাহ আল ইমরান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, তাকে তেজগাঁও বিভাগে পদায়ন করা হয়েছে।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডিএমপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর